বাংলাদেশে ট্রাক্টর কারখানা স্থাপনে আগ্রহী বেলারুস সরকার


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৬ জুলাই ২০১৫

বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ট্রাক্টর কারখানা স্থাপন করতে আগ্রহী বেলারুস সরকার। রোববার শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে দেশটি এই আগ্রহের কথা জানান বলে মন্ত্রী নিজেই জানিয়েছেন।

বেলারুসের শিল্প উপমন্ত্রী বলেন, বেলারুসে বাস, ট্রাক, অটো মোবাইলস্, ইলেক্ট্রনিক্স লিফ্ট, পাওয়ার জেনারেটর, ট্রাক্টর, কমবাইন্ড হারবেস্টরসহ মেশিনারিজ উৎপাদন করে থাকে। বেলারুস তাদের উৎপাদিত ট্রাক্টর পৃথিবীর ১২০টি দেশে রফতানি করে থাকে। তারা তাদের মোট উৎপাদনের ৭০ শতাংশ বিদেশে রফতানি করে থাকে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ২০১২ সালে বেলারুসের প্রেসিডেন্ট মিয়াস নিকোভিট প্রথম বাংলাদেশ সফর করেন এবং এর প্রেক্ষিতে ২০১৩ সালে বেলারুসের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের সঙ্গে বেলারুসের ৫টি চুক্তি এবং ৭টি এমওইউ স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি এবং এমওইউ স্বাক্ষরিত হয়েছিল দু’টি দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। বাংলাদেশ আয়তনে ছোট হলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশ সরকারের ঘোষিত খাদ্যে নিরাপত্তা কর্মসূচির আওতায় বাংলাদেশ কৃষি উৎপাদন ব্যবস্থাকে যান্ত্রিকীকরণের জন্য বেলারুসের সহযোগিতা নেয়া যেতে পারে।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বেলারুস থেকে কোনো ডেলিগেশন বাংলাদেশে প্রেরণ করা হলে তিনি তাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। বাংলাদেশ থেকে ওষুধ আমদানির বিষয়ে বেলারুস থেকে কোনো প্রতিনিধিদল প্রেরণ করা হলে তিনি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।

বৈঠকে বেলারুসের শিল্পমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, উভয় দেশের রাষ্ট্রদূতগণ, বেলারুসের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত এবং বাংলাদেশের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতরা, বাংলাদেশ থেকে আগত এফবিসিসিআই এবং চেম্বারের ব্যবসায়ি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।