ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি যাত্রী আহত
চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দিদারুল আলম (৩৫) নামের এক সিএনজি অটোরিক্সা যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে নগরীর আসাদগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি অটোরিকশা করে যাওয়ার সময় আসাদগঞ্জ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন দিদার। ছিনতাইকারীরা তার মোবাইল ও টাকা পয়সা ছিনতাই করে এবং তাকে ছুরিকাঘাত করে।
আবদুল হামিদ জানান, ঘটনার পরে স্থানীয়রা দিদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহত দিদার বাঁশখালী উপজেলার কধুরখীল এলাকার শাহ আলমের ছেলে।
এসকেডি/পিআর