শ্রমিকরাই পোশাক শিল্পের প্রাণ : মনজুর আলম
শ্রমিক মালিক সু-সম্পর্ক না থাকলে পোশাক শিল্পের উন্নতি হবেনা। শ্রমিকরাই পোশাক শিল্পের প্রাণ। শ্রমিক বাঁচলেই শিল্প বাঁচবে। শ্রমিকদের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে। বুধবার নগরীর আসকারাবাদ, উত্তর কাট্টলী ও দেওয়ান হাটে তিন হাজার পোশাক শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন চসিক’র সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ।
তিনি বলেন, ইসলামেও শ্রমিকের মর্যাদাকে আলাদাভাবে গুরুত্ব দেয়া হয়েছে। মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মনজুর আলম বলেন, শ্রমিকদের আন্তরিকতার কারণে পোশাক শিল্প আজ বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। পোশাক শিল্পের উন্নয়নে মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও অবদান আছে।
তিনি বলেন- পবিত্র রমজানে শ্রমিকদের পাওনা পরিশোধে যাতে কোন প্রকার গাফিলতি না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিকদের উদ্দেশ্য মনজুর আলম বলেন, শুধু আন্দোলন করলে হবেনা মালিকের স্বার্থও দেখতে হবে। মালিক বাঁচলেই তবে মিল কারখানা চালু থাকবে।
ইফতার সামগ্রী বিতরণ কালে মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মো. সেরায়ার আলম, মো. ফারুক আজম, সাইফুল আলম, সাহিদুল আলম, কোম্পানির জেনারেল ম্যানেজার নিপুর চৌধুরী, মো. শাখাওয়াত হোসেন প্রমুখ।
এসএইচএস/আরআইপি