পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস তদারকিতে কমিটি গঠন


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৮ জুলাই ২০১৫

ঈদে পোশাক শ্রমিকদের বেতন বোনাস পর্যবেক্ষণ করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কারখানা মালিকদেরকে ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে বলা হয়েছে। বেতন-বোনাস পরিশোধের বিষয়টি মনিটরিংয়ের জন্য শিল্প মন্ত্রণালয়ের একজন এডিশনালকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ নেতা ও শিল্পপুলিশ কর্মকর্তারাও ওই কমিটিতে আছেন।

আসাদুজ্জামান খান কামাল, পবিত্র ঈদ উপলক্ষে ১০ থেকে ১৭ জুলাই শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস মালিকরা শ্রমিকদের ১০ জুলাই থেকে ছুটি দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন বলে জানিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। আন্যান্য কারখানায় ১৪ জুলাই থেকে ছুটি দেওয়া হবে।

তিনি বলেন, ঈদের ছুটিকালীন সময়ে সড়ক মহাসড়কে যানজট এড়াতে এবং চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশ, র্যা ব ও আনসার সদ্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।