৪০ হাজার সৈন্য ছাটাই করবে যুক্তরাষ্ট্র
আগামী দুই বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী থেকে ৪০ হাজার সদস্যকে ছাটাই করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একইসঙ্গে সেনাবাহিনীতে কর্মরত বেসামরিক ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারীকেও ছাটাই করা হবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সূত্রে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের মধ্যে দেশটির সেনাবাহিনীর সদস্যসংখ্যা ৪ লাখ ৫০ হাজারে নামিয়ে আনা হবে। আগামী সপ্তাহে এ পরিকল্পনার ঘোষণা দেয়া হতে পারে।
উল্লেখ্য, ২০১২ সালে ইরাক ও আফগানিস্তানে যুদ্ধচলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের মোট সেনাসদস্য ছিল ৫ লাখ ৭০ হাজার।
এসআইএস/এমএস