সেলফিতে বিরক্ত বিগ বচ্চন


প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৬ জুলাই ২০১৫

দুনিয়া এখন সেলফির। যে যেখানে যাচ্ছেন সেখানেই সেলফি তুলছেন। শুরুর দিকে ব্যাপারটা তথ্য প্রযুক্তির নতুন মাত্রা হিসেবে আবির্ভূত হলেও দিনে দিনে সেলফি বিরক্তির উপাদানে পরিণত হয়েছে।

এইত কিছুদিন আগে দেখা গেল সৌদির এক কিশোর তার মৃত দাদার লাশের পাশে মুখ ভেংচি দিয়ে সেলফি তুলে আপলোড করেছে ফেসবুক-টুইটারে। এই ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে ভাইরাল জগতে।

এদিকে সেলফি নিয়ে বিরক্তি প্রকাশ করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও। ৭২ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি তার এক বন্ধুর শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। সেখানেই তিনি দেখেন, এমন এক শোকাতুর আচার অনুষ্ঠানেও সেলফি তুলায় ব্যস্ত অনেকে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিজের বিরক্তি প্রকাশ করেন।

‌তিনি নিজের ওয়ালে লিখেছেন, ‘হঠাৎ করেই আমার প্রিয় বন্ধু চলে গেল… গল্প করতে করতেই হঠাৎ করে দেখি সে নেই। জীবন কত ভঙ্গুর… দিল্লীতে গিয়েছিলাম তার শেষকৃত্য অনুষ্ঠানে… অনুষ্ঠানে মানুষ দেখি কেবল মোবাইল বের করে ছবি আর সেলফি তুলছে… জঘন্য!’


এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।