পথচারীদের মাঝে মোস্তফা হাকিম ফাউন্ডেশনের ইফতার বিতরণ
পবিত্র রমজান মাস উপলক্ষে পথচারী রোজাদারদের জন্য ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নগরীর জন গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রমজানের শুরু থেকেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।
তিনি বলেন, সারা দিন রোজা পালন করার পর ইফতারের সময় টাকা থাকলেও অনেকে সময় এবং সুযোগের কারণে ইফতারি ক্রয় করতে পারেনা। ইফতারের সময় তারা এদিক সেদিক ছুটোছুটি করতে থাকে। এসময় তাদের সামনে ইফতার নিয়ে হাজির হওয়াটা অনেক ভাগ্যবানের কাজ।
মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. সারোয়ার আলম বলেন, ধারাবাহিক বিতরণের অংশ হিসেবে রোববার নগরীর মা ও শিশু হাসপাতালে ইফতার বিতরণ করা হয়। হাসপাতালে আগত রোগীদের অভিভাবকরা এসব ইফতার গ্রহণ করেন।
প্রায় দুই শতাধিক রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এটা ভবিষ্যতেও চালু থাকবে বলে জানান তিনি। এছাড়া প্রতিদিন নগরীর জিইসি মোড়, ওয়াসা মোড়, নিউমার্কেট মোড়, অলংকার মোড়, একেখান মোড়, সিটি গেইট, ২নং গেইট, মুরাদপুর, বহদ্দার হাট, আন্দরকিল্লা মোড়, কোতোয়ালি মোড়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল সেন্টার এলকায় ইফতার বিতরণ করা হয়।
এসএইচএস/আরআইপি