ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি আইএসের


প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৪ জুলাই ২০১৫

ইসলামিক স্টেটের (আইএস) অধিভুক্ত একটি গোষ্ঠী মিসরের সিনাই উপত্যকা থেকে শুক্রবার ইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে। খবর  বিবিসি ও সিএনএন-এর।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এস্কেল রিজিওনাল কাউন্সিল এলাকায় আঘাত হানা ওই রকেটগুলোতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ আরো জানায়, এ ঘটনার পরপরই দক্ষিণ ইসরায়েলে সাইরেন বেজে ওঠে এবং অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সম্প্রতি মিসর-ইসরায়েল সীমান্ত সংলগ্ন সিনাই উপত্যকায় মিসরীয় সামরিক বাহিনীর সঙ্গে ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনগুলোর উত্তেজনাকে কেন্দ্র করে ১২ নং রোড বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ওই অঞ্চলে বুধবার বিদ্রোহীদের হামলায় অন্তত ১৭ সেনা সদস্য নিহত ও ৩০ জন আহত হয়েছে।

এর আগে সিনাইয়ের সঙ্গে থাকা নিতজানা সীমান্তও বন্ধ করে দেয় ইসরায়েল। তবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত সীমান্তটি পরবর্তী সময়ে খুলে দেওয়া হয়েছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।