ঠাকুরগাঁওয়ে বাফুফে অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট শুরু
ঠাকুরগাঁওয়ে সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। উক্ত টুর্নামেন্টে ৮টি জেলা দল অংশ নেবে। নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নেবে কুড়িগ্রাম জেলা দল ও পঞ্চগড় জেলা দল। প্রতিটি খেলা শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। আয়োজক কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এ উপলক্ষে বুধবার বিকেল ৫টায় জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মমিনুল হক বাবু, বাফুফে প্রতিনিধি মাহাবুব আলম পলক, মাহমুদ হোসেন সুজন, ক্রীড়া সংগঠক খোকা, মনিরুল হুদা হেলাল প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় সারা দেশে ৮টি ভেন্যুতে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসাবে ঠাকুরগাঁও ভেন্যুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ৮টি জেলা অংশ নিচ্ছে। অংশ নেয়া জেলাগুলো হল ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপর, নীলফামারী ও গাইবান্ধা।
এমআর/আরআই