সিলেটে জিপিএ-৫ পেলো আরো ১০ শিক্ষার্থী


প্রকাশিত: ০৩:১০ পিএম, ২০ জুন ২০১৫

এসএসসি ও সমমানের প‍ুনঃনিরীক্ষণের ফলাফল শনিবার প্রকাশ করা হয়েছে। এতে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ১০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে ফেল করাদের মধ্য থেকে ১৫ জন পাস করলেও জিপিএ-৫ পায়নি কেউ।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান খান এসব তথ্য নিশ্চিত করে জানান, এবার বিভিন্ন গ্রেড পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৩৬৮ জন ফল প‍ুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলো। এর মধ্যে থেকে ১০ জন জিপিএ-৫ পেয়েছে।

উল্লেখ্য, গত ৩১ মে ফল প্রকাশের দিন শিক্ষক ও শিক্ষাবোর্ড এর নিয়ন্ত্রক আবদুল মান্নান খান জানান, গণিতে খারাপ ফলাফলের কারণেই এবার সিলেটে পাশের হার কমেছিল। ২০১৪ সালে সিলেটে বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ । এবার তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ৮২ শতাংশ।

ছামির মাহমুদ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।