তারা তিনজন এক সাথে
বিশেষ দিনগুলোতে প্রিয় তারকারা হাজির হন বিশেষ বিশেষ আয়োজন নিয়ে। তেমনি এক আয়োজনে একসাথে কাজ করলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌকীর আহমেদ, অপি করিম ও মাহফুজ আহমেদ।
এনটিভির বর্ষপূর্তি উপলক্ষ্যে নির্মিত ‘কেমন আছো?’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এই প্রথমবার এক নাটকে দেখা যাবে দর্শকপ্রিয় এই তিন তারকাকে।
নাটকটি লিখেছেন রুম্মান রশিদ খান। পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। নির্মাণ প্রতিষ্ঠান নকশীকাঁথা থেকে নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজ আহমেদ।
পরিচালক জানালেন, ২০ জুন থেকে নাটকটির দেশের মধ্যেই বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। ব্যতিক্রমী ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই নাটকটি দর্শকদের ভালো লাগবে বলেও আশা ব্যক্ত করেন রোমান্টিক নাটকের নির্মাতা হিসেবে আলাদা পরিচিতি পাওয়া চয়নিকা চৌধুরী।
এলএ