যাত্রা শুরু করলো নিত্যপণ্য ডটকম


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৯ জুন ২০১৫

অনলাইনে পণ্য কেনাকাটা সুবিধা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নিত্যপণ্য ডটকম। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।

এ সময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) কে এম নুরুন্নবী বলেন, নিত্যপণ্য ডটকমের মাধ্যমে একজন ক্রেতা খুব সহজেই তার চাহিদা অনুযায়ী পণ্যের অডার দিয়ে কেনাকাটা করতে পারবেন।

তিনি বলেন, এ সাইটে মাধ্যমে ক্রেতাদের পণ্য যখন প্রয়োজন তখনই পৌছে দেওয়া হবে। এ জন্য পণ্য কবে বা কখন প্রয়োজন তার সময় ও বার উল্লেখ করতে পারবেন। এছাড়াও অনলাইন চ্যাট অপশন থাকায় ক্রেতারা সরাসরি তাদের মতামত কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে জানাতে পারবে।

একই সঙ্গে ক্রেতাদের লেনদেনের নিরাপত্তার স্বার্থে সিকিউর সকেট লেয়ার সক্রিয় রাখা হয়েছে এবং কোন ক্রেতা এই সাইটে প্রবেশ না করেও শুধু ফেসবুক ব্যবহার করে যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন বলেও জানান তিনি।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।