ভর্তি জটিলতায় উন্মুক্তের শিক্ষার্থীরা


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৩ জুন ২০১৫

রোল নম্বরের ডিজিট সংখ্যা বেশি থাকার কারণে কলেজে ভর্তি জটিলতায় পড়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস এস সি পাশ করা শিক্ষার্থীরা। সাধারণ স্কুলের শিক্ষার্থীদের রোল নম্বরের ডিজিট সংখ্যা ৬ হলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রোল নম্বর এক্ষেত্রে ১১ সংখ্যার। ফলে রোল নম্বর সাপোর্ট না করায় এখানকার শিক্ষার্থীরা অন লাইনে কলেজ ভর্তির ফরম পূরণ করতে পারছে না।

নানা কারণে সাধারণ শিক্ষার সুযোগ না পাওয়া শিক্ষার্থীরাই মূলত বিশেষ ব্যবস্থা হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এক্ষেত্রে ভালো ফলাফল করে অনেকে আবার সাধারণ শিক্ষা ব্যবস্থায় ফিরে আসে। অন্যান্য বছর এস এস সি পাশ করে মেধাবী শিক্ষার্থীরা সাধারণ কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেতো।

কিন্তু এবার উচ্চ মাধ্যমিক কলেজগুলোতে অনলাইন ভর্তি পদ্ধতির কারণে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছে। মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রোল নম্বর ১১ সংখ্যার ডিজিট হওয়ায় তারা ফরম পূরণ করতে পারছে না।

কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, `কোন ফরমে আমরা ১১ ডিজিট ইনস্টল করতে পারছি না। এখন আমরা এখানে আসার পর বলে বাউবি`তে যেতে, বাউবি`তে যাওয়ার পর বলছে এখানে সমস্যা। আমরা সমস্যা সমাধানে দৌড়াদৌড়ি করেও সমাধান মিলছে না। অনলাইনে ৬ তারিখ থেকে ফরম বিতরণ চলছে কিন্তু ১১ তারিখেও আমরা কোন সমস্যার সমাধান পাচ্ছি না। ১৮ তারিখ অনলাইনে ফরম পূরণের শেষ সময়। এখন আমরা কি করব?`

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারক পর্যায় থেকে সিদ্ধান্ত না হলে, এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।