ভারতীয় কোস্টগার্ড বিমান নিখোঁজ


প্রকাশিত: ০৭:২১ এএম, ০৯ জুন ২০১৫

ভারতের কোস্টগার্ডের একটি ডরনিয়ার বিমান নিখোঁজ হয়েছে। চেন্নাই থেকে ৩জন ক্রু নিয়ে  সোমবার সন্ধ্যা ৬টায়  উড্ডয়নের পরপরই বিমানটি নিখোঁজ হয়ে যায়। বিমানটিতে দুইজন পাইলট ও একজন প্রশিক্ষক রয়েছেন।

মঙ্গলবার বিমান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতানসু কার বলেন, সমুদ্রের ওপর ডরনিয়ার বিমানটি নিয়মিত টহলের জন্য যায়। কর্তৃপক্ষ রাত ৯টায় তাদের সঙ্গে শেষ যোগাযোগ করে। তিরুচিরপালিতে অবস্থিত রাডার থেকে তারা রাত ৯ টা ২৩ মিনিট পর্যন্ত চেন্নাইর ৯৫ নটিকেল মাইল দক্ষিণ থেকে বিমানটির সংকেত পেয়েছিলো। তিনি আরো জানান, বিমানটির সন্ধান না পাওয়া পর্যন্ত অনুসন্ধান চালানো হবে।

চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বারের মতো ডরনিয়ার বিমান নিখোঁজ হলো। গত মার্চে দুইজন ক্রু নিয়ে গোয়ায় একটি ডরনিয়ার বিমান বিধ্বস্ত হয়েছিল।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।