মোদির সফরকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৬ জুন ২০১৫

বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর অলোকার মোড় এলাকায় রাজশাহী চেম্বার ভবনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ও মোড় প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের নেতৃত্বে মিছিলটিতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার ডা. আবদুল মান্নান, মহানগর ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রমানিক দেবু ও বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর রহমান খানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। পরে নগরীর নিউমার্কেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, বাংলাদেশ এ উপমহাদেশের ভাটির একটি দেশ। সকল নদ-নদী ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশ অববাহিকা অতিক্রম করে সাগরে পতিত হয়েছে। আর ভারতের বাঁধের কারণে বাংলাদেশ পানি শূন্য হয়ে যাচ্ছে। তাই ভারতের প্রধানমন্ত্রী মোদি এ দেশে সফরকালে পানি সম্পর্কিত সমস্যাগুলি দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন।  

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।