হাতিয়ায় চাঁদার টোকেনসহ আটক ১


প্রকাশিত: ০১:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৪

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার রামচরণ বাজার থেকে জেলেদের উপর প্রভাব খাটিয়ে অবৈধ চাঁদার টোকেনসহ কাশেম হাজী (৪৩) নামের এক স্থানীয় ব্যবসায়ীকে আটক করেছে হাতিয়া কোস্টগার্ড। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি টোকেন উদ্ধার করা হয়।

আটককৃত কাশেম হাজী উপজেলার সুখচর ইউনিয়নের হাশেম হাজীর ছেলে। তিনি স্থানীয় রামচরণ বাজারের  ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশেম হাজী দীর্ঘ দিন ধরে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের ভয় দেখিয়ে ও প্রভাব খাটিয়ে টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করে আসছে। বড় ট্রলার প্রতি ৫০ হাজার, মাঝারি বোট প্রতি ৫ হাজার ও ছোট বোট প্রতি তাকে ৩ হাজার টাকা দিয়ে মাছ ধরতে যাওয়ার টোকেন নিতে হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেপ্টেনেন্ট রাহাত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কাশেম হাজী অনেক দিন যাবত প্রভাব খাটিয়ে জেলেদের কাছে চাঁদার টোকেন বিক্রি করে আসছে। বুধবার সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের গোয়েন্দা টিম উপজেলার রামচরণ বাজারে অভিযান চালিয়ে টোকেন বিক্রির সময় ২০ পিস অবৈধ চাঁদার টোকেনসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।