মোদির সফরে চট্টগ্রাম-কলকাতা জাহাজ চলাচলের উদ্বোধন!


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৪ জুন ২০১৫

শনিবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঢাকা সফরকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকূলীয় নৌ প্রটোকলের আওতায় চট্টগ্রাম-কলকতা বন্দরের মধ্যে জাহাজ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে উপকূলীয় নৌ চলাচল প্রটোকল স্বাক্ষরের পর থেকে এই জাহাজ চলাচল উদ্বোধনের প্রস্তুতি নিয়ে রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিপিং এজেন্ট।

গত ২০ মার্চ থেকে চট্টগ্রাম-কলকতা রুটে এমভি রোদেলা নামের একটি কন্টেইনারবাহী জাহাজ চলাচল করছে। এই জাহাজটির চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ যাত্রাটিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম বন্দর ও জাহাজটির মালিক প্রতিষ্ঠান।

চট্টগ্রাম বন্দরের পরিচালক অপারেশন জাফর আলম জানান, ‘৬ অথবা ৭ জুন উপকূলীয় নৌ প্রটোকলের আওতায় চট্টগ্রাম-কলকতা বন্দরের মধ্যে একটি পণ্যবাহী জাহাজ সার্ভিস উদ্বোধন হওয়ার কথা রয়েছে, সেই লক্ষ্যে প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত আমাদের এখনো জানানো হয়নি।’

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘চট্টগ্রাম-কলকাতা রুটে চলাচলকারী এমভি রোদেলা ৪ জুন চট্টগ্রাম বন্দরে আসবে। এই জাহাজটি ১২৮ টিইউএস কন্টেইনার নিয়ে আবার কলকাতা ফেরত যাবে এই সপ্তাহে।’

এম ভি রোদেলার যাত্রাকে আনুষ্ঠানিক উদ্বোধনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান প্রান্তিক শিপিং উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে।

প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার জানিয়েছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকালে উপকূলীয় নৌ প্রটোকলের আওতায় আমাদের জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে।’

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হতে পারে, দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে এই বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান তিনি।

গোলাম সারওয়ার আরো জানান, ‘বর্তমানে অন্য দেশের বন্দরের সাথে যাতায়াতের মত চট্টগ্রাম থেকে কলকতা বন্দরে ‘এম ভি রোদেলা’ আসা যাওয়া করছে, উপকূলীয় নৌ প্রটোকল সংক্রান্ত চুক্তি হওয়ার পর এই দুই বন্দরেও জাহাজ চলাচল বিশেষ সুবিধার আওতায় চলে আসবে। তখন ট্যারিফ হ্রাসসহ অনান্য সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি।

এদিকে, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (তথ্য) সিদ্ধার্থ চট্টোপধ্যায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকালে জাহাজ চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনের কোন কর্মসূচির বিষয়ে তিনি এখনো অবহিত নন।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।