ফিফার ৬ কর্মকর্তাকে ইন্টারপোলের রেড অ্যালার্ট


প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৪ জুন ২০১৫

দুর্নীতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিফার ৭ কর্মকর্তাকে গ্রেফতারের পর বুধবার ৬ কর্মকর্তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। এদের মধ্যে জ্যাক ওয়ার্নারসহ আরও রয়েছেন ফিফার দুই কর্মকর্তা। বাকি চার জন কর্পোরেট কর্মকর্তা।

ইন্টারপোল জানিয়েছে কনকাকাফের সাবেক প্রেসিডেন্ট ওয়ার্নারের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে তার বিষয়ে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নেই।

মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা অন্যরা হলেন- নিকোলাস লুইজ, আলেজান্দ্রো বুর্জাকো, হুগো জিনকিস, ম্যারিয়ানো জিনকিস। এদের বিরুদ্ধে দেড়শ’ মিলিয়ন ইউএস ডলারের দুর্নীতির অভিযোগ রয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।