রংপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৭
রংপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭৬ বোতল ফেনসিডিল ও ১০০ লিটার চোলাই মদসহ ৭জনকে আটক করেছে। রোববার রাত থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, রোববার রাত ১২টার দিকে নগরীর ১৪ নং ওয়ার্ডের বড়বাড়ি-শ্যামপুর সড়কের মরিচটারী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে নুর আলম (৩০) ফেনসিডিল বিক্রি করছিল। এসময় থানার উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ নুর আলমকে হাতেনাতে আটক করেন। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় গাঁজা সেবনের অভিযোগে মৃত নুর হোসেন মানুর ছেলে শাহীন (৪৫), মৃত আজমত আলীর ছেলে আব্দুল আলিম (৪৫) ও আব্দুস সোবহানের ছেলে আব্দুল গাফ্ফার (৪৫)কে গ্রেফতার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহীনকে ১ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল, আলিমকে ২ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল এবং গাফ্ফারকে ১ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করা হয়। একই সময়ে পাশ্ববর্তী কুকুরুল এলাকার মৃত বাচ্চা মিয়ার ছেলে ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। তবে ফারুক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
এছাড়া নগরীর শাপলা চত্বর এলাকার হাজীপাড়ায় অভিযান চালিয়ে চোলাই মদ মজুদ রাখার অভিযোগে মৃত দেবনারায়ণের স্ত্রী কুপিলা রবিদাস (৪৫), মৃত শিবনাথ রায়ের স্ত্রী রাজমতি (৫০) ও মৃত লালচান রায়ের স্ত্রী ফুলমতিকে আটক করা হয়। পরে কুপিলার ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস জেল, রাজমতির ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস জেল এবং ফুলমতির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উদ্ধার করা হয় প্রায় ১০০ লিটার চোলাই। অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আনোয়ার হাবিবসহ অন্যান্য কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী অভিযানের বিষযটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, তাদের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
এসএস/এমজেড/পিআর