ভয়াবহ গরমের তালিকায় শীর্ষ পাঁচে ভারত


প্রকাশিত: ০৭:২১ এএম, ৩১ মে ২০১৫

চলতি মৌসুমে ভয়াবহ গরম পড়া দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ভারত। শনিবার পর্যন্ত দেশটিতে মোট ২,২০৭ জনের মৃত্যু হয়েছে। ভারতে এমন গরম এর আগে ১৯৯৮ সালে পড়েছিল। তাতে মৃত্যু হয়েছিল ২,৫৪১ জনের।

বিশ্বের  গরম পড়া দেশগুলোর তালিকায় দেখা গেছে, ইউরোপে ২০০৩ সালের গরমে মৃত্যু হয়েছিল ৭১,৩১০ জনের। এটাই সব থেকে ভয়ঙ্কর দাবদাহের উদাহরণ। এছাড়া প্রথম দশে রয়েছে ভারতের ১৯৯৮, ২০০২, ২০০৩ ও ২০১৫ সালের গরম। বিশ্বের কয়েকটি জরুরীকালীন অবস্থার তালিকা থেকে এই তথ্য উঠে এসেছে।

দেশটির বিভিন্ন অংশে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। মহারাষ্ট্রের নাগপুরে তাপমাত্রা সবথেকে বেশি। ৪৭.১ ডিগ্রিতে পৌঁছেছে পারদ। এদিকে, অন্ধ্রপ্রদেশে আরও ১৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সবথেকে বেশি মৃত্যু হয়েছে প্রকাশম জেলায়। সেখানে মৃতের সংখ্যা ৩৩৩। তবে অন্ধ্ প্রদেশের উপকূলে কোনও কোনও জায়গায় বৃষ্টি হয়েছে।

এদিকে, ওডিশায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জন এবং তেলেঙ্গানায় ৫৪১ জন।বর্তমানে সমস্ত ভারত জুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে জরুরীকালীন তৎপরতা চালানো হচ্ছে।

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।