দিনাজপুর বোর্ডে শীর্ষে ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর
দিনাজপুর শিক্ষাবোর্ডে ফলাফলের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যাডেট কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে রংপুর মিলিনিয়াম স্কুল অ্যান্ড কলেজ । দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি আরো বলেন, এ বছর চতুর্থ স্থানে রয়েছে রংপুর জিলা স্কুল,পঞ্চম স্থানে রয়েছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ স্থানে রয়েছে দিনাজপুর জেলার চিরিরবন্দরের আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সপ্তম স্থানে রয়েছে রংপুর আইডিয়াল পাবলিক স্কুল, অষ্টম স্থানে রয়েছে রংপুর র্যাফেল পাবলিক স্কুল, দশম স্থানে রয়েছে নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ১১তম স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১২তম স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩তম স্থানে রয়েছে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৪তম স্থানে রয়েছে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, ১৫তম স্থানে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ১৬তম স্থানে রয়েছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৭তম স্থানে রয়েছে রংপুর বীর উত্তম শহীদ সামাদ হাই স্কুল, ১৮তম স্থানে রয়েছে দিনাজপুরের বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৯ তম স্থানে রয়েছে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ২০তম স্থানে রয়েছে দিনাজপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি