কক্সবাজারে ওশান প্যারাডাইস চেয়ারম্যান কাপ উদ্বোধন


প্রকাশিত: ০১:৪২ পিএম, ২৭ মে ২০১৫

কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস’র কর্মজীবিদের নিয়ে ৯ দিনব্যাপী চেয়ারম্যান কাপ ওপিএল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ শুরু হয়েছে। এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের লাগোয়া পর্যটন গলফ মাঠে বুধবার বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন এম.এন করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদুল কবীর, পর্যটনের কক্সবাজার ম্যানেজার জালাল উদ্দিন আহমেদ ও হোটেল’র আরএম শাহেদ আলম।

উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আহ্বায়ক কমিটির সদস্য ও আরডিএম মজিদুল আলম মাজেদ, এফএন্ডবি ম্যানেজার মাহবুবুল আলম, মানবসম্পদ ইনচার্জ আবদুল মোতালেব, ফাইন্যান্স ম্যানেজার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাফিউল হোসাইন, জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীরসহ হোটেল’র উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

আয়োজিত টুর্নামেন্টে হোটেলে কর্মরত বিভিন্ন বিভাগের দু’শতাধিক কর্মজীবি ক্যাপ্টেন কক্স, ইনানী, শাহ সূজা ও আরাকান নামে চার দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করছে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখী হয় টিম ইনানী বনাম আরাকান। ৭ উইকেটে জয়লাভ করে শুভ সূচনা করেছে আরাকান দল।

সায়ীদ আলমগীর/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।