ভূমিধস ও বন্যায় পাকিস্তানে নিহত ৩৩৫


প্রকাশিত: ০৪:০৯ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৪

গত পাঁচ দশকে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে পাকিস্তান। পাকিস্তান এবং পাকিস্তান ও ভারত শাসিত কাশ্মীরে পাঁচ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৩৩৫ জন মারা গেছে।

সোমবার পর্যন্ত বন্যায় প্রায় ৬০০ গ্রাম তলিয়ে গেছে এবং এর ফলে ব্যাপক ভূমিধসের সৃষ্টি হয়েছে। কাশ্মীরে মারা গেছে ১৭৫ জন। এ ছাড়া পাকিস্তানে ১৬০ জনের বেশি লোক মারা গেছে।

বন্যায় হাজার হাজার লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। পাকিস্তান ও কাশ্মীরে আটকে পড়া লাখো মানুষকে উদ্ধারে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করছেন উদ্ধারকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।