নাচ গানে এবি ফ্যাশন মেকারের ১৫ বছর পূর্তি
দেশীয় ব্র্যান্ড ‘এবি ফ্যাশন মেকার’। চলতি বছরে হাউসটি পা রেখেছে ১৫ বছরে। আর সে উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে এবি ফ্যাশনের আয়োজনে হয়ে গেল এক জমকালো ফ্যাশন সন্ধ্যা।
গান, ক্লাসিকাল নাচ ও সর্বশেষে ছিল এবি ফ্যাশনের নিজস্ব পোশাকের ফ্যাশন শো। রুকসানা আলী হীরার কোরিওগ্রাফিতে শো’তে অংশ নেন দেশের স্বনামধন্য সব মডেলরা।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সুবীর নন্দী, আজমেরী নির্ঝর, সুমী শবনম, পুষ্প এবং কুদ্দুস বয়াতী। নেচে দর্শকদের মুদ্ধ করেছেন নৃত্যশিল্পী লিখন এবং নাদিয়া।
ফ্যাশন শো নিয়ে মডেল হিরা বলেন, ‘এবি ফ্যাশন বাংলাদেশের অনেক পুরাতন একটি ফ্যাশন ব্র্যান্ড। তাদের সাথে আজ করতে পেরে আমি অনেক আনন্দিত। অনেকদিন পর একটি ভাল ফ্যাশন হাউজের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, রাজনৈতিক নেতা, ব্যাবসায়ী, শিল্পী এবং মিডিয়াকর্মীসহ সকল পেশার ব্যাক্তিবর্গ।
চলতি বছর বাংলাদেশ সারাদেশ থেকে যে ৫৬ জন ব্যবসায়ীকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি বা সিআইপি (কমার্শিয়াল ইম্পরটেন্ট পারসন) হিসিবে স্বীকৃতি দিয়েছে। তাদের মধ্যে এবি ফ্যাশন মেকারের স্বত্তাধিকারী সানাউল হক বাবুল অন্যতম।
এলএ