তসলিমার ভিসার মেয়াদ ১ বছর বাড়লো


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৪

ভারতে বসবাসরত বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০১৫ সালের অাগস্ট মাস পর্যন্ত তাকে ভারতে থাকার অনুমতি দেওয়া হয়েছে।

গত অাগস্টে তসলিমার আবেদন খতিয়ে দেখার পর তাকে দুই মাসের অস্থায়ী ভিসা দেয় মোদি সরকার। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করেন ৫১ বছর বয়সী এই লেখিকা। ওই সময় তার ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস দেন রাজনাথ। অবশেষে সোমবার তার ভিসার মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে ভারত সরকার।

প্রসঙ্গত, ধর্মবিরোধী লেখার অভিযোগে ১৯৯৪ সাল থেকে দেশছাড়া তসলিমা। এরপর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন। ২০০৪ সালে কলকাতায় আসেন তিনি। কিন্তু ২০০৭ সালে প্রবল বিক্ষোভের মুখে কলকাতাও ছাড়তে হয় তাকে। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে বসবাস করছেন তসলিমা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।