ধর্মঘট আতঙ্কে রিয়াল-বার্সার লা লীগার ম্যাচ


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৮ মে ২০১৫

চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ শেষে ফের লা লীগার শিরোপা জয়ের মিশনে নামতে যাচ্ছে স্পেনের দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শনিবার দল দুটি আথিথেয়তা দিবে যথাক্রমে ভ্যালেন্সিয়া ও রিয়াল সোসিদাদকে।

তবে তাদের এই শিরোপা জয়ের লড়াইকে বিপাকে ফেলে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওপর ক্ষুব্ধ খেলোয়াড় ইউনিয়ন ও লীগের সম্ভাব্য ধর্মঘটের হুমকি। টেলিভিশন সম্প্রচার সত্ব কেন্দ্রীয়ভাবে বিক্রি সংক্রান্ত একটি নতুন আইন সম্প্রতি প্রবর্তিত হবার কারণেই এই বিপত্তি।

আগামী সপ্তাহ শেষ হবার আগে এ বিষয়টি নিস্পত্তি করার দাবিতে খেলোয়াড় ইউনিয়নের উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিয়াল ও বার্সার সিনিয়র ফুটবল তারকারাও। এদের মধ্যে ছিলেন রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস, জাবি হার্নান্দেজের মত ডাকসাইটে খেলোয়াড়রাও।

লা লীগার পয়েন্ট টেবিলে এখন বার্সার চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। দুটি দলেরই হাতে রয়েছে তিনটি করে ম্যাচ। এমতাবস্থায় এই ধর্মঘটের ডাক দল দুটির শিরোপা মিশনকে আরো কঠিন করে তুলেছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।