ফেরিঘাট ইজারা প্রথা বন্ধের ঘোষণা ইতিবাচক!
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সারা দেশেই ফেরিঘাট ইজারা প্রথা পহেলা জুলাই থেকে বন্ধের ঘোষণায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুরের হরিনা ফেরিঘাটে ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। একই সাথে গাড়ি প্রতি ৪০ টাকা করে আদায় করা হবে বলেও তিনি জানান।
তার এ ঘোষণার পর পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে বেশীরভাগই এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এর সুফল সাধারণ জনগন ভোগ করবেন। তবে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে। আবার বিআইডব্লিউটিসির ফেরিঘাটে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে অনিয়ম দেখা দিতে পারে। আরে সেটা হলেও সরকার রাজস্ব হারাতে পারে।
জাগো নিউজ এ বিষয়ে ফেরিতে চলাচলকারী যানবাহনের ড্রাইভার, যাত্রী, ইজারাদার ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছে। ফেরিতে নিয়মিত চলাচলকারী ট্রাকের ড্রাইভার কাজী রায়হান জাগো নিউজকে জানান, নৌ মন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানাই। এতে আমাদের হয়রানি ও নির্যাতন অনেক কমবে। কারণ বর্তমানে ইজারাদারদের হাতে আমাদের মারাত্মক হয়রানি ও নির্যাতনের শিকার হতে হচ্ছে।
এভাবেই ইজারাদারদের নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা, সিরিয়ালের নামে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এছাড়া ফেরি নষ্টের নামে গাড়ির জট লাগিয়ে যানবাহনের ড্রাইভারদের ভোগান্তি করে ইজারাদাররা সুবিধা আদায়ে ব্যস্ত থাকে।
বাস ড্রাইভার রাসেল শেখ জাগো নিউজকে জানান, নৌ মন্ত্রী শাজাহান খানের এ ঘোষণায় আমরা দারুণভাবে খুশি। তাকে অভিনন্দন জানাই।
হরিনা ফেরিঘাটের ইজারাদার মো. জিতু বেপারী জাগো নিউজকে জানান, সরকার ইজারা প্রথা বাতিল করলে আমাদের কোন আপত্তি নেই। তবে সব ফেরিঘাটে অনিয়ম হয় এটা সঠিক নয় বলে তিনি জানান।
বাসে চলাচলকারী যাত্রী মোক্তার দিদার জাগো নিউজকে জানান, সরকারের এ সিদ্ধান্ত একটি জনবাস্তবমুখী পদক্ষেপ। নামপ্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক নেতা জাগো নিউজকে জানান, সরকারের এ সিদ্ধান্ত সঠিক হয়নি। কারণ, ইজারা প্রদানের মাধ্যমে সরকার সারা দেশের ফেরিঘাটগুলো থেকে প্রতি বছর শত কোটি টাকার রাজস্ব আদায় করে আসছে। কিন্তু ইজারা তুলে দিলে রাজস্ব বহুগুণে কমে আসবে। অন্যদিকে বিআইডব্লিউটিসির মাধ্যমে গাড়ি প্রতি ৪০ টাকা হারে তুললে তাতে ব্যাপক অনিয়ম দেখা দেবে। গাড়ির সংখ্যা কম দেখিয়ে টাকা আত্মসাত করার সুযোগ সৃষ্টি হবে।
তবে বিআইডব্লিউটিএর কর্মচারি নেতা মাজহারুল ইসলাম জাগো নিউজকে জানান, নৌ মন্ত্রী শাজাহান খান সময়োপযোগী একটি ঘোষণা দিয়েছেন। যা শুধু দেশের জন্যই নয়, সাধারণ জনগণ ও যানবাহন মালিকরা এর সুফল ভোগ করবেন। তারপরও বিষয়টি বাস্তবায়নের পূর্বে আরো যাচাই-বাছাই করলে ভালো হবে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন।
এমজেড/আরআই