‘আঁই তোয়াঁরো পোঁয়া ওবা ভোট চাইদ্দি’ বলে ভোট চাইলেন নাছির


প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২১ এপ্রিল ২০১৫

নগরীর আন্দরকিল­ায় নজির আহমদ চৌধুরী রোডে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছিরের পৈতৃক নিবাস। পুরো আন্দরকিল­া যেন নাছিরের নিজের ঘর! মঙ্গলবার আ জ ম নাছির ঘরের লোকদের কাছেই ‘আঁই তোয়াঁরো পোঁয়া ওবা ভোট চাইদ্দি’ বলে ভোট চেয়ে নিজের প্রচারণা চালিয়েছেন।

রাজনৈতিক আর সাংগঠনিক ব্যস্ততায় ‘ঘরের মানুষদের’ সঙ্গে হয়তো সবসময় দেখা মেলেনা নাছিরের। গণসংযোগে গিয়ে নাছির যখন সেই ঘরের মানুষদের সামনেই হাজির হলেন তখন তাকে একনজর দেখতে বেরিয়ে এসেছেন আবালবৃদ্ধবনিতা। আ জ ম নাছিরও তাদের সালাম-প্রণাম করে বললেন ‘আঁই তোঁয়ারো ঘরর পোয়া, আঁরে তোঁয়ারা ন’চায় হনে চাইবো’ (আমি তোমাদের ঘরের ছেলে, আমাকে তোমরা না চাইলে কে চাইবে)। এভাবেই নিজ পাড়ায় ভোট চান আ জ ম নাছির।  

আন্দরকিল­া ওয়ার্ডে গণসংযোগ শেষে তিনি ৮নং শুলকবহর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান। বিকেল ৪টায় নাগরিক কমিটির অস্থায়ী কার্যালয় প্রিয়া কমিউনিটি সেন্টারে নগরীতে বসবাসরত বোয়ালখালীবাসীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সন্ধ্যা ৬টায় দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেন। রাতে পাঁচলাইশ শায়লা কমিউনিটি সেন্টারে নগরীতে বসবাসরত ফটিকছড়িবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
 
সকাল ১০টার দিকে নগরীর নজির আহমদ চৌধুরী রোড থেকে বেরিয়ে পায়ে হেঁটে পাশের গলি রাজাপুর লেনে ঢুকেন নাছির। এ সময় পথে ভাসমান হকার, দোকানদার, পথচারীদের সঙ্গে হাত মেলান তিনি। রাজাপুর লেনে ঢুকে কখনো রাস্তার দুইপাশে বিভিন্ন বাড়ির সামনে আবার কখনো তাকে দেখতে দাঁড়িয়ে থাকা এলাকার লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন। কাউকে বুকে জড়িয়ে নেন, কারও মাথায় হাত বুলিয়ে দেন। সবার কাছে দোয়া আর ভোট চান নাছির।

এ সময় নাছির বলেন, অতীতে ভোট দিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমি আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আশা করি, আমি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব।

রাজাপুর লেইন থেকে গলি পথে বেরিয়ে নাছির শত শত কর্মী, সমর্থক, নেতাদের নিয়ে চলে যান চেরাগি পাহাড় মোড়ে। সেখানে তিনি জ্যেষ্ঠ নেতাদের নিয়ে যান স্বাধীন বাংলাদেশের প্রথম প্রকাশিত পত্রিকা দৈনিক আজাদী অফিসে। সেখানে তিনি আজাদী সম্পাদক দেশের প্রবীণ সাংবাদিক এম এ মালেকের পা ছুঁয়ে সালাম করেন।

গণসংযোগের সময় আ জ ম নাছির উপস্থিত সাংবাদিক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, ‘চট্টগ্রামে আমার পক্ষে গণজোয়ার উঠেছে। ইনশাল­্লাহ আমি বিজয়ী হব। আমার আত্মবিশ্বাস আছে।’

নাছির বলেন, ‘অতীতে মানুষ বিভিন্ন প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। সবাই হতাশ হয়েছেন। এজন্য সবাই এখন পরিবর্তন চান।`

তিনি আরো বলেন, আগের মেয়র (এম মনজুর আলম) নির্বাচনী ইশতেহার দিয়েছিলেন। কিন্তু ইশতেহারের কিছুই তিনি বাস্তবায়ন করেননি। মানুষ আর তাকে মেয়রের চেয়ারে দেখতে চাননা।’

নাছিরের বিরুদ্ধে পেশীশক্তি ব্যবহারের বিষয়ে মনজুরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘হতাশা থেকে জনগণকে বিভ্রান্ত করতে তিনি এ ধরনের কথাবার্তা বলছেন। আমি বলতে চাই, পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে বিভ্রান্ত করবে। আমি চাই, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক।’

মহিউদ্দিনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মহিউদ্দিন ভাই ১৭ বছর এই শহরের মেয়র ছিলেন। আমি নির্বাচিত হলে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিটি কর্পোরেশন পরিচালনা করব।’

এমজেড/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।