মান্না ফের কারাগারে
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা শেষে বুধবার বিকাল সাড়ে ৩টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে এ সময় মান্নার স্ত্রী মেহের নিগার উপস্থিত ছিলেন।
দুই দফায় ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ড শেষে বুকে ব্যথা অনুভব করায় গত ৭ এপ্রিল মান্নাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাকালে মান্নাকে ১০টি ব্যথানাশক ইনজেকশন ও রক্ত তরল করার ওষুধ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান জানান, মান্না বর্তমানে গ্যাস্ট্রিক আলসার ও মেরুদণ্ডের হাড়ের ব্যথায় ভুগছেন। দায়িত্বরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়েছে।
এদিকে মান্নার সাম্প্রতিক অবস্থা নিয়ে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টায় রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে সাংবাদিক সম্মেলন করবে নাগরিক ঐক্য।
এএইচ/পিআর