জাবি ছাত্রলীগের হাতে স্ত্রীসহ লাঞ্ছিত হলেন দর্শনার্থী


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ১১ এপ্রিল ২০১৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ঘুরতে এসে ছাত্রলীগের হাতে এক দর্শনার্থী সস্ত্রীক লাঞ্ছিত হয়েছেন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল সংলগ্ন লেকের পাড়ে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন আশুলিয়ার বাইপাইল থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থী মো. আব্দুর রাজ্জাক।

লিখিত অভিযোগ পত্রে মো. আব্দুর রাজ্জাক উল্লেখ করেন, আমি গত শুক্রবার আমার স্ত্রীকে নিয়ে বন্ধুর সাথে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলে দেখা করতে যাই। স্ত্রী নিয়ে আমি আল-বেরুনী হল সংলগ্ন লেকের পাড়ে বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের আবু সাদাত সায়েম আরো তিনজনকে সঙ্গে নিয়ে আমার পরিচয় জানতে চায়। আমি আমার বন্ধুর পরিচয় দিতে গেলে তারা আমাকে বহিরাগত বলে মারধর করে এবং আমার স্ত্রীকে লাঞ্ছিত করে। এরপর তারা আমাকে হলের অতিথি কক্ষে নিয়ে ব্যাপক মারধর করে। এতে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে।

জানা যায়, সরকার ও রাজনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র আবু সাদাত সায়েম বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হল শাখা ছাত্রলীগের কমিটির সহ-সভাপতি পদপ্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে আবু সাদাত সায়েম নিজেকে হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি দাবি করে বলেন, তাদেরকে লেকের পাশে না বসে হলের অতিথি কক্ষে গিয়ে বসতে বলা হয় এবং যার সঙ্গে দেখা করতে এসেছেন তাকে ফোন দিতে বলা হয়। এসময় লোকটি ফোনে কোন টাকা নেই বলে দাবি করেন। এরপর আমি আমার ফোন থেকে তাকে ফোন দিতে বললে তিনি আমার স্মার্ট ফোনটি ছুড়ে ফেলে দেন। এ কারণে আমার হলের জুনিয়ররা তাদেরকে একটু মারধর করে।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা ২ জন সক্রিয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের লিখিত অভিযোগ করে স্বন্দীপ এলাকার জসিম নামের এক বহিরাগত।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।