টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি শিক্ষকের কক্ষ সিলগালা


প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

ছাত্রদের টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবী বিভাগের শিক্ষক ড. এ টি এম ফখরুদ্দিনের রুম সিলগালা করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে বিভাগের কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ করে কলা ভবনের ওই শিক্ষকের ৪০২২ নম্বর রুমে তালা লাগিয়ে দেয়। পরে ভারপ্রাপ্ত প্রক্টর গিয়ে ওই তালা ভেঙ্গে একটি নতুন তালা দিয়ে সিলগালা করেন। বেশ কিছু অভিযোগের কারণে রুমটি সিলগালা করে দেয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, কয়েক বছর আগে ড. ফখরুদ্দিনকে অন্য একটি অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল। যা এখনো বহাল আছে।

ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ বিষয়ে বলেন, আর্থিক অনিয়মসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তার রুমটি সিলগালা করা হয়েছে। তবে এটি কতদিন থাকবে সে বিষয়ে তিনি কিছু জানাননি।

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, রুমটি সিলগালা করা হয়েছে শুনেছি। তবে ঠিক কি কারণে হয়েছে তা জানা নেই।

জানতে চাইলে ড. ফখরুদ্দিন বলেন, আগের সব অভিযোগের বিষয়ে আদালতের স্টে কপি রয়েছে। সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখানোর আগেই রুমটি সিলগালা কেন করা হল তা বোধগম্য নয়। ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মিছিলের পরই এটি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।