চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত শতাধিক রোগী


প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৪ এপ্রিল ২০১৫

সরবরাহ লাইনের পানি পান করে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় শতাধিক নারী, শিশু ও পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল সোয়া ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ৩৫জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। ডায়রিয়া আক্রান্ত সকলেই পৌর এলাকার নাগরিক।

এদিকে হাসপাতালে বেড না পেয়ে অনেকেই বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়া দলে দলে রোগী আসছেন এবং চিকিৎসা নিয়ে ফিরে যাচ্ছেন। কিন্তু নার্স স্বল্পতার কারণে ডায়ারিয়া আক্রান্তদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন কর্তব্যরত নার্সরা।

চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, খাবার পানি পান করে রোগীরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ধারণা করা হচ্ছে পৌরসভার সরবরাহকৃত পানিতে পানিবাহিত রোগের কোন জীবানু থাকতে পারে।

পৌরসভার মেয়র আব্দুল মতিন জানান, পৌরসভার সরবরাকৃত পানিতে কোন জীবানু নাই। ফলে পানি পান করে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগটি সঠিন নয়।

এব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত পানি সুপার রোকনুজ্জামান জানান, পানির পাইপ লাইন লিক করলে পানি দূষিত হতে পারে। কিন্তু পাইপ লিক হওয়ার কোন তথ্য পৌরসভায় নেই। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

এসএইচএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।