সংগ্রামের সম্পাদকসহ ৪ জনকে হাজিরা থেকে অব্যাহতি


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ১৮ আগস্ট ২০১৪

আদালত অবমাননার অভিযোগে ‘দৈনিক সংগ্রাম’ এর সম্পাদকসহ চারজনকে আগামী ২৬ আগস্ট লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

আদালতে তারা স্বশরীরে হাজির হয়ে আবেদন জানালে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। একই সঙ্গে তাদের ব্যক্তিগত হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

যাদের ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন- দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, রংপুর জেলা প্রতিনিধি, রংপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক ও রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান সরকার।

এর আগে বিচারাধীন বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় চারজনকে তলব করে ট্রাইব্যুনাল-১।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।