ফিফার বিরুদ্ধে ১ কোটি ইউরোর মামলা


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৮ আগস্ট ২০১৪

ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে বাজে রেফারিংয়ের অভিযোগে ফুটবলের সর্বোচ্চ বডি ফিফার বিরুদ্ধে ১ কোটি ইউরোর ক্ষতিপূরণ মামলা ঠুকে দিয়েছেন কলম্বিয়ান নাগরিক অরেলিও জিমিনেজ। বিশ্ববাসীর পক্ষ থেকে ন্যায়বিচারের লক্ষ্যেই এ মামলাটি করেছেন আইনজীবি জিমিনেজ। তবে মূলত তার শারীরিক অসুস্থতাজনিত ক্ষতির কারণেই এ মামলা করেন তিনি।

৭৪ বছর বয়সী জিমিনেজ তার মানসিক ও শারীরিক ‘চাপ’ ও ‘অসুস্থতা’র কারণে ক্ষতিপূরণ দাবি করলেন। ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ পরিচালনাকারী রেফারি কার্লোস ভেলাসো কারবালোই তার মামলায় আসল ‘ভিলেন’। ওই ম্যাচটিতে বেশ কয়েকটি হার্ড ট্যাকল হয়েছে যা রেফারির চোখ এড়িয়ে যায় কিংবা তিনি নির্বিকার ছিলেন, যা কিনা জিমিনিজকে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ করে দেয় এবং হৃপিন্ডের সমস্যা হলে তাকে হাসপাতালেও নিতে হয়।

জিমিনেজের মতে, বাজে রেফারিরা চিলি, উরুগুয়ে, কলম্বিয়া, ইংল্যান্ড, মেক্সিকো ও কোস্টারিকারও মানসিক ক্ষতি সাধন করে।

তিনি জানান, মামলায় জয়ী হলে প্রাপ্ত অর্থ সরকারি একটি প্রতিষ্ঠানে দান করবেন, সেটি কিনা শিশুদের দেখভাল করে। এপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।