জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী কুমিল­্লায়


প্রকাশিত: ০৭:০৭ এএম, ২৫ মার্চ ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর জাতীয় পর্যায়ের অনুষ্ঠান এবার কুমিল­্লায় উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে কুমিল­্লা জেলা প্রশাসনের সাথে আলোচনাও হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল­্ল­ায় প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের বাস ভবন পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের এ কথা জানান।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মঙ্গলবার থেকে ১০ দিনব্যাপী বই মেলার উদ্বোধন উপলক্ষে তিনি কুমিল­্ল­ায় আসেন।

আসাদুজ্জামান নূর আরও বলেন, সংগীত ভূবনে শচীন দেব বর্মণ অসাধারণ এক ব্যক্তিত্ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার স্মৃতি বিজাড়িত বাস ভবনটি ইতোমধ্যে সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। এটাকে একটি আদর্শ সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তির বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। ভবনটি সংস্কার মানেই সিমেন্ট, বালি ও রং দেয়া নয়। এটাকে পূর্বের চেহারায় ফিরিয়ে নেয়া হবে বলে তিনি জানান।

এরপর বিকেল ৪টার দিকে মন্ত্রী কুমিল্লা সার্কিট হাউজে জেলার সংস্কৃতি ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় অনুষ্ঠান শেষে কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ১০দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুরুর রহমান, জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমজেড/এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।