৫ বছরে ১ হাজার কি.মি. ড্রেজিং করা হয়েছে : শাজাহান খান
গত ৫ বছরে প্রায় ১ হাজার কিলোমিটার নৌ-পথ ড্রেজিং করে নাব্যতার উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। সোমবার সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংরক্ষণ ও খননের আওতায় প্রতি বছর পাটুরিয়া-দৌলতদিয়া, মাওয়া-চরজানাজাত, হরিণা-আলুবাজার, লাহারহাট-ভেদুরিয়া, ভোলা-লক্ষ্মীপুর ফেরী রুটসমূহ এবং ঢাকা-বরিশাল, ভৈরব-ছাতক, পটুয়াখালী-গলাচিপা নৌ-পথে প্রয়োজন অনুসারে ড্রেজিং করে সচল রাখা হয়েছে।
শাজাহান খান বলেন, গত ৫ বছরে ১১টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। এছাড়াও এ বছরই ৩টি কনভেনসনাল ড্রেজারসহ ৪টি এস্ফিবিয়ান ড্রেজার, সার্ভে ভেসেল, টাগ বোট, ক্রেইন বোট সংগ্রহ করা হবে। আরও ২০টি ড্রেজার ক্রয়ের জন্য একটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিতে বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পগুলো হলো- অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (১ম পর্যায়; ২৪টি নৌ-পথ) প্রকল্পের আওতায় ২ হাজার ৪৭০ কিলোমিটার নৌ-পথ। ১২টি গুরুত্বপূর্ণ নৌ-পথের খনন প্রকল্প। মাদারীপুর-চরমুগুরিয়া-টেকেরহাট-গোপালগঞ্জ নৌ-পথ খনন প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নৌ-পথ। ১০টি ড্রেজার, ক্রেনবোট, টাগবোট, অফিসার্স হাউজবোটসহ অন্যান্য সহায়ক সঞ্জাম, যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প।
অভ্যন্তরীণ নৌ-পথের নাব্যতা রক্ষার্থে ২টি ড্রেজার, ক্রেনবোট, ক্রু-হাউজবোট, টাগবোটসহ আনুষঙ্গিক সংগ্রহ প্রকল্প। ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ প্রকল্প। অভ্যন্তরীণ নৌ-পথের ৫৩টি রুটে ক্যাপিটাল ড্রেজিং (২য় পর্যায়; ২৯টি নৌ-পথ) প্রকল্পের আওতায় ৩ হাজার ৬১১টি কিলোমিটার নৌ-পথ।
আরএস/আরআই