আর্চারিতে বাংলাদেশের রৌপ্য জয়


প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২১ মার্চ ২০১৫

থাইল্যান্ডে এশিয়া কাপ স্টেজ-২ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারিতে রৌপ্য অর্জন করেছে বাংলাদেশ দল। থাইল্যান্ডের ব্যাংককে সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের তীরন্দাজরা। শনিবার ফাইনালে রাশিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে যাওয়ায় স্বর্ণ জয়ের আশা পূরণ হয়নি তাদের।

টুর্নামেন্টে আর্চারি দল রিকার্ভের পুরুষ বিভাগে দলগত ইভেন্টে চীনকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।

কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ চাইনিজ তাইপেকে ৬-০ সেট পয়েন্টে হারায় । আর সেমি-ফাইনালে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠে পদক নিশ্চিত করে রাখে বাংলাদেশ আর্চারি দল।

সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে জেতায় দারুণ খুশি বাংলাদেশ। বাংলাদেশ দলের সেফ দ্য মিশন শোয়েব চৌধূরী জানান, ভারতকে হারিয়ে ফাইনালে ওঠায় উৎফুল্ল দলের ছেলেরা।

শেখ সজিব, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ দুরুল হুদা-এই তিন তীরন্দাজ বাংলাদেশ দলে খেলেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।