জাবিতে ৩ দিনব্যাপী বই মেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা সংসদের আয়োজনে আগামী ২১ শে মার্চ থেকে ৩ দিনব্যাপী বই মেলা ও অমর একুশে বইমেলায় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রকাশিত গ্রন্থ নিয়ে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।
২১ শে মার্চ সকাল সাড়ে ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ২২০ নং কক্ষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়া দুপুর ২ টায় পাঠক-লেখক-প্রকাশক-সমালোচক মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান প্রমুখ।
এমএএস/আরআই