রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৮ মার্চ ২০১৫

ঝালকাঠিতে রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। ‘বাংলাদেশ গ্রীন উইন্ডো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

অবরোধ-হরতালের নামে চলমান রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এবং পেট্রোলবোমা ছুড়ে নীরিহ মানুষ হত্যার প্রতিবাদে এই মানববন্ধনের হয়।

শহরের ফায়ার সার্ভিস মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে আধা ঘন্টাব্যাপী কর্মসূচিকালে সংগঠনের জেলা শাখার সভাপতি উজ্জ্বল মজুমদার এবং সম্পাদক মন্ডলীর সদস্য সাইফুল ইসলাম, আলভি মহিউদ্দিন, অভি শরীফ, বিপ্লব মণ্ডল, ফয়সাল খান প্রমুখ বক্তৃতা করেন।

বক্তরা অবিলম্বে সন্ত্রাস-সহিংসতা বন্ধ করে সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ সব অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে গ্রীন উইন্ডোর কর্মকর্তা-সদস্য ছাড়াও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।