নাটোরে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত


প্রকাশিত: ০৭:১৬ এএম, ১২ মার্চ ২০১৫

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপায় জাহিদুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত ও অপর এক কিশোর আহত হয়েছে। আহত কিশোরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদুর রহমান বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার দিয়ারপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, উপজেলার গুনাইহাটি বাজার থেকে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জাহিদুর অপর এক সঙ্গী নিয়ে বনপাড়া বাজারের দিকে দিকে আসছিল। এ সময় উপজেলা পরিষদের সামনে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুরের মৃত্যু হয়। আহত হয় অপর এক কিশোর। তবে কিশোরের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় ১ ঘন্টা বনপাড়া-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি বলে জানান তিনি।

এসএইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।