সাংবাদিক ও ব্লগার হাসান শান্তনুকে হত্যার হুমকি


প্রকাশিত: ০২:০৬ পিএম, ১১ মার্চ ২০১৫

দৈনিক যায়যায় দিনের স্টাফ রিপোর্টার, ব্লগার ও লেখক হাসান শান্তনুকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। গত কয়েকদিনে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যেমে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

হাসান শান্তনু জানান, অমর একুশে বইমেলায় তাঁর লেখা বই ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’ প্রকাশিত হয়। মৌলবাদীদের গণমাধ্যমের বিনিয়োগের ইতিহাস বইটিতে তুলে ধরা হয়েছে। এছাড়া ব্লগ ও ফেসবুকসহ অনলাইনে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে লেখালেখি করায় তাঁকে এই হুমকি দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, গত কয়েকদিন ধরে ০১৮২২০৮৬৮২০ মোবাইল নম্বরসহ আরো কয়েকটি নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যেমেও তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে গত ৯ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি (নং-৪০৮) করা হয়।

জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, হুমকিদাতার মোবাইল নম্বরের কললিস্ট সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে। কললিস্ট হাতে পাওয়া পর হুমকিদাতাকে শনাক্ত ও আইনের আওতায় আনা সম্ভব হবে।

এসআই/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।