বাংলাদেশিরা জিম্মি কি না নিশ্চিত নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১১ মার্চ ২০১৫

লিবিয়ার সিরতে শহরের আলঘানি তেলক্ষেত্র থেকে অপহৃত দুই বাংলাদেশিসহ নয় বিদেশি নাগরিক আইএসের হাতে জিম্মি কি না তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

এ সময় জিম্মি থাকা দুই বাংলাদেশি আইএস ছাড়া অন্য জঙ্গিগোষ্ঠীর হাতে জিম্মি থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

শাহরিয়ার আলম বলেন, প্রথমে আইএসকে ধারণা করা হলেও এখন পর্যন্ত স্বীকারোক্তি না পাওয়ার কারণে খতিয়ে দেখা হচ্ছে যে এটি লিবিয়ার বিবাদমান কোনো গ্রুপের কাজ নাকি সত্যিকার অর্থে আইএসের কাজ।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।