৬ লাখ শেয়ার বিক্রি করবে আরএসআরএম


প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) উদ্যোক্তা-পরিচালক মাকসুদুর রহমান ছয় লাখ বোনাস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার আরএসআরএম এর শেয়ারের দর ১ দশমিক ৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৬০ পয়সা। আর  গত এক বছরে এ শেয়ারের দর ৫১ টাকা থেকে ৯২ টাকার মধ্যে ওঠানামা করে।

২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেয়। সে হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় ( ইপিএস) ২ টাকা ৩৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৪১ টাকা ৮৮ পয়সা।

২০১৪ সালে তালিকাভুক্ত আরএসআরএম স্টিলের অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৬৫ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানির মোট ৬ কোটি ৫৫ লাখ ২০ হাজার শেয়ার রয়েছে।

এরমধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে ৫৪ দশমিক ২১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৪ দশমিক ৫৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১ দশমিক ২১ শতাংশ রয়েছে।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।