জয়পুরহাটে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৫ আগস্ট ২০১৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী রক্ষী বাহিনী বিএসএফ। পরে বিএসএফ সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। নিহতের নাম রাজু (২৪)। তিনি জেলার পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জয়পুরহাটের ব্যাটালিয়ান-৩ এবিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মো: আব্দুর রাজ্জাক তরফদার জানান, মঙ্গলবার আনুমানিক ভোর রাত ৪টার দিকে পাঁচবিবি’র কড়িয়া সীমান্তের ২৭৮নম্বর মেইন পিলারের ৫৮নম্বর সাব পিলার সংলগ্ন তাজপুর এলাকায় গরু আনতে গেলে ভারত সীমান্তের অন্তত: ২০০ গজ অভ্যন্তরে ভারতের মথুরাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা রাজুকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর বিএসএফ সদস্যরা তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাইলে ময়না তদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দিতে সম্মত হয়েছে বিএসএফ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।