আর্থিক সংস্কারে সাবধানী মোদী সরকার


প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৪ আগস্ট ২০১৪

আর্থিক সংস্কারে প্রথম বড় পরীক্ষার আগে সাবধানী মোদী সরকার। বিরোধীদের দাবির মুখে আজ সোমবার রাজ্যসভায় বিমা সংশোধনী বিল আনছে না কেন্দ্র। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছে বিরোধীরা।

সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, এবিষয়ে বিরোধীদের সঙ্গে তিনি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি একসঙ্গে কথা বলবেন।

বিমায় বিদেশি লগ্নীর আহ্বান করে আজ সোমবার রাজ্যসভায় বিমা বিল নিয়ে আসার কথা ছিল। কিন্তু কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিরোধীদলগুলির লাগাতার চাপে পড়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হল মোদী সরকারকে।  সংসদে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস,এডিএমকে,সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, বাম সহ মোট ১১টি দল বিমা বিলের বিরোধিতা করেছে।মঙ্গলবার রাজ্যসভায় পেশ হতে পারে বিল। জিনিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।