খালেদাসহ বিএনপি নেতাদের গ্রেফতার দাবি ত্রাণমন্ত্রীর


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২০ জানুয়ারি ২০১৫

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া । মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। তখন শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সে পর্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।

খালেদা জিয়াকে উদ্দেশ করে মায়া বলেন, হরতাল দিয়ে মামলা থেকে রেহাই পাবেন না। আপনার জন্য জেলখানা ও দঁড়ি অপেক্ষা করছে। আপনার যে সাজা হবে, তা আমরা নির্দ্বিধায় বলতে পারি।

মানববন্ধন শেষে ঢাকা মহানগরীতে তারেক রহমানের ছবি ও পোস্টার অপসারণ অভিযানের ঘোষণা দিয়েছে সংগঠনটি। বেশ কয়েকটি ট্রাকে করে লাঠি হাতে নগরীর বিভিন্ন স্পটে ছড়িয়ে পড়েছে সংগঠনের সদস্যরা। তাৎক্ষণিকভাবে প্রেস ক্লাবের পাশ থেকেও তারেক রহমানের ছবি সংবলিত একটি ব্যানার নামিয়ে ফেলে তারা।

এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।