বৃষ্টি বিড়ম্বনায় ঈদ জামাত
সকালে এক পশলা বৃষ্টির কারণে ঝামেলায় পড়ে যায় রাজধানীতে ঈদ জামাতে আসা মুসল্লিরা। রাজধানীর বেশির ভাগ ঈদ জামাতই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হয়। তাই ঈদগাহগুলোতে ভিজে ভিজেই নামাজ আদায় করেন মুসল্লিরা।
এক মাস রোজ পালন শেষে মঙ্গল ইসলাম ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালন করছে। ঈদের দিন মুসলমানরা দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন।
মঙ্গলবার সকাল আটটায় মাতুয়াইল কবরাস্তান সংলগ্ন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু আটটার কিছুক্ষণ আগে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় নির্ধারিত সময়ের আগেই নামাজও শুরু করে দেন ইমাম সাহেব। তারপরও বৃষ্টি থেকে বাঁচা যায়নি। দু’রাকাত নামাজ শেষ হলে অনেকেই বৃষ্টি থেকে বাঁচতে ঈদগাহ ছেড়ে ছুটতে দেখা গেছে। কেউ কেউ বৃষ্টিতে ভিজেই খুতবা শুনেন।
আটটায় অনেকেই ঈদগাহে এসে দেখেন জামাত শেষ। তারা ঈদের নামাজ আদায়ে ছুটে যান পাশের মসজিদে।
মাতুয়াইল কবর স্থান মসজিদে সকাল সাড়ে আটাটায় একটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বৃষ্টির কারণে আটটা ১০ মিনিটের মধ্যেই পুরো মসজিদ মুসল্লীতে ভরে যায়। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন সাড়ে আটটার নামাজ ১০ মিনিট এগিয়ে আটটা ২০ মিনিটে শুরু হবে। মুসল্লীদের চাপ থাকায় আরো একটি জামাত করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল আটটা ২৫ মিনিটের দিকে বৃষ্টি বেশ জোরে নামে। এ সময় কবর স্থান মসজিদে প্রথম জামাত শেষ হওয়ার পথে। তখন বাইরে অনেক মুসল্লী বৃষ্টিতে ভিজে দ্বিতীয় জামাতের অপেক্ষা করছিলেন।