উজিরপুরে অগ্নিদগ্ধ হয়ে হেলপার নিহতের ঘটনায় আটক ৪
বরিশালের উজিরপুর উপজেলার পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে ট্রাক হেলপার সোহাগ (১৮) নিহতের ঘটনায় বিএনপি ও যুবদলের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ৩টার দিকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, উজিরপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান, উপজেলা যুবদল সভাপতি শফিকুল ইসলাম শাহিন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রাঢ়ী এবং শানুহার এলাকার বিএনপি কর্মী সেলিম সিকদার।
অপরদিকে এই ঘটনায় উপ-পরিদর্শক মো. শহীদুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান উজিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুল ইসলাম।
বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানিয়েছেন, ঢাকা বরিশাল মহাসড়কের শানুহার নামক স্থানে হরতাল সমর্থকরা পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের হেলপার ফরিদপুর জেলার নগরকান্দার শংকরপুর গ্রামের মো. সাগর মিয়ার ছেলে মো. সোহাগ পুড়ে নিহত হয়।
আহত ট্রাক চালক রিপন মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ।
এমএএস