নাশকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : প্রধানমন্ত্রী
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে অবরোধ-হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করতে হবে। রোববার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যখন দেশের উন্নয়নের জন্য কাজ করছে, তখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে পিছিয়ে নেয়ার চেষ্টা চলছে। এভাবে চোখের সামনে আমাদের দেশকে ধ্বংস হতে দেখতে পারি না। তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ খুন, বোমা মারা, ধ্বংসাত্মক কাজ করা, গাড়ি পোড়ানো- এই ধরনের সন্ত্রাসীদের যেখানে পাওয়া যায় ধরতে হবে।
মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য কি কি করেছি সেটা আর বললাম না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদের জন্য আরো কত কি করতে পারি সেটাই কথা। তিনি আরো বলেন, সব মুক্তিযোদ্ধা কিন্তু আদর্শ ধরে রাখতে পারে নাই- এটাও মাথায় রাখতে হবে। অনেকেই তো ওই বিএনপির সঙ্গে হাত মিলিয়ে, রাজাকারদের সঙ্গে হাত মিলিয়ে চলে গেছে।
যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার নীতিতে বিশ্বাস করেন, তাদের সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যারা দেশের ‘সত্যিকার স্বাধীনতায়’ বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে- এই নীতিতে যারা বিশ্বাস করেন, তাদের সবাইকে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘যে কোনো পরিবেশ’ মোকাবিলা করে এগিয়ে যেতে পারবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
গত ১৩ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধে নাসকতায় ১৫ জন মারা গেছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া প্রতিদিনই গাড়ি পোড়ানো ও বোমাবাজি চলছে। জাতিসংঘের পক্ষ থেকেও এই সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে সব দলের প্রতি সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে।
আরু