রূপসা সেতুতে টোল বাড়ছে আজ


প্রকাশিত: ০৩:২৫ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

খুলনা রূপসা সেতুতে সব ধরনের যানবাহনে টোল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ রোববার থেকে তা কার্যকর হচ্ছে।

কয়েকটি ক্যাটাগরির যানবাহনের টোল এক লাফে দ্বিগুণ করা হয়েছে; এতে ক্ষুব্ধ যানবাহন চালক ও মালিকরা। আর স্থানীয়দের আশঙ্কা, এই সুযোগে বাড়ানো হতে পারে যানবাহন ভাড়া।

রুপসা সেতুর আগে প্রতিটি বড় ট্রাকের টোল ছিল ১৬০ টাকা, নতুন টোল নির্ধারন করা হয়েছে ৩০০ টাকা। আর মিনি ট্রাকের টোল বাড়ানো হয়েছে ৬০ টাকা থেকে ১৫০ টাকায়। বড় বাসের টোল বেড়েছে ৩৫ টাকা। অন্যদিকে, কৃষি কাজে ব্যবহৃত যানবাহনের ৬০ টাকার টোল ১২৫ টাকায়, মাইক্রোবাসের ৫০ টাকার টোল ১০০ টাকা এবং প্রাইভেটকারের ৩০ টোল করা হয়েছে ৭৫ টাকা।

এই প্রথমবার টোলের আওতায় আনা হচ্ছে ভ্যান, রিকশা, ঠেলাগাড়ি, এমনকি বাইসাইকেলও। ১০ টাকা করে টোল নির্ধারণ করায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

তবে সেতু নির্মাণের ১০ বছর পর টোল বৃদ্ধিকে যৌক্তিক বলেই মনে করছে সড়ক ও জনপথ বিভাগ। ৭২৪ কোটি টাকা ব্যায়ে নির্মিত ১ হাজার ৩৬০ মিটার দৈর্ঘের রুপসা সেতু উদ্ধোধন হয়েছিল ২০০৫ সালের মে মাসে। সেতু দিয়ে বছরে গড়ে যানবাহন চলাচল করে ২০ লাখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।